Saturday, February 26, 2022


 

নবনীতা

বসন্তের রং এক


এ বসন্তে থেমে গেছে প্রেম, ভালোবাসা আর নয়
এ বসন্ত-বাতাসে বারুদের ঘ্রাণ,আকাশ ধোঁয়াময় ৷

প্রেমহীন এক বিশ্ব জুড়ে অজস্র কাটাকুটি 
হিংসার আগুনে ভস্মীভূত ,ভালোবাসার অকাল ছুটি ৷

বোঝে না মানুষ হঠাৎ করেই কিসে কখন কী হয় 
চোখের ভাষায় লুকিয়ে তাই অজানা এক  ভয় ৷

চিৎকার করে অজস্র মুখ জানায় প্রতিবাদ
আর নয়..আর নয় ...এবার যুদ্ধ নিপাত যাক ৷

কে শোনে আর কার কথা , মানুষ দেখে স্বার্থ
ভালোবাসায় ওদের কি কাজ , হিংসা যোগায় অর্থ ৷

এর পরেতেও বলব আমি  বসন্ত গ্যছে এসে
ফুটছে ফুল..গোলাপী , হলুদ  ইউক্রেনীয় দেশে ৷

যতই তোমরা ধ্বংস আনো,যতই জ্বালাও আগুন
ভালোবাসাময় থেকেই যাবে এই পৃথিবীর ফাগুন ৷৷

No comments:

Post a Comment