Saturday, February 26, 2022



অমিতাভ দাস

বসন্ত আর ছবি


কত কবি লিখেছে বসন্তের কবিতা কাগজের পাতায়

চৈত্রের ধুলো মাটি মাখা নিঃস্ব ফকির একাকী সন্ধ্যায়

 কতশত আলো মাখা নদী একে একে বয়ে গেছে

 বসন্তের পলাশের ডালে কমলা রং ছুঁয়ে আছে

 শিমুলের কুঁড়িতে শুধু আকাঙ্ক্ষা তার

 মিশে গেছে সে মাটির পথে লাল রংয়ে বারবার

 বসন্তের বাগানে রং ফুটেছে কত কত

 জানালা খুলে চিত্রকর সারাদুপুর আঁকত

 অগোছালো গ্যালারিতে ছবিরা ব্যক্তিগতও একান্ত

 কখন যে রং থেকে অনন্ত রংয়ের দিকে হাঁটত

 জল রং, তেল রং হাতে মেখে ছবির গায়ে

 রং পেন্সিল,সরু মোটা তুলি আর জল ছুঁয়ে

 ছবি শুধু ছবি নয়  সৃজন জীবন্ত

 বসন্ত ছবি হলে চিত্রকর ঘুমাতো।

No comments:

Post a Comment