শ্রাবণী সেনগুপ্ত
বসন্ত
কৃষ্ণচূড়ার লালে,
আবির মাখা গালে
আসলে তুমি কাছে
উতল হৃদয় মাঝে
বসন্ত সে আসে,
রঙ্গীন হওয়া আকাশে বাতাসে।
কোকিল কুহু তানে
রুদ্র পলাশ জানে
শাল শিমুলও মানে,
জানায় কানে কানে-
বসন্ত যে ফাগুন
হৃদয়বনে আগুন
সেই আগুনে পুড়ে
হতাশা যায় উড়ে।
No comments:
Post a Comment