কুমকুম ঘোষ
রঞ্জন আর নন্দিনীরা
ভালোবাসার ফাগুন - আগুন
ঘা দিয়ে যায় হৃদয় জুড়ে;
পলাশ তখন উচ্ছ্বসিত
গোপন আকাশ যাবে পুড়ে।
ঘাসের বনে হৃৎকম্প
কাঁপন লাগে যৌবনে;
রক্ত -মিত্র পত্র পুষ্প
আমার মনে তোমার মনে।
যক্ষপুরীর ফাটল ধরে
রক্ত আজো চুঁইয়ে পড়ে;
রক্ত আজো চুঁইয়ে পড়ে
রক্ত আজ ও চুঁইয়ে পড়ে।
পাথর ফেটে জলের ধারা
মুক্ত বয়ান মুক্তিধারা ;
লাশ হয়েছে '-- ওরা কারা?
রঞ্জন আর নন্দিনীরা।
No comments:
Post a Comment