Saturday, February 26, 2022


 

উমা শঙ্কর রায়

একা বসন্তে

                
পলাশ শিমূল আর আছে ভাটফুল,
আম্র মুকুল বিবাগী দক্ষীনা বাতাস
সবাই, ধরণী পরে আজ হুলুস্হুল-
তবুও ভারী হয় কি কারণে যে শ্বাস।

বসন্ত রঙ আমায় জ্বালায় পোড়ায়!
উদাসী করে মন যে কোকিলের সুর।
সে বিহনে বসন্ত যে,ফিকে হয়ে যায়!
রঙীন বসন্ত ও মনে হয় বিধুর।

দায়িত্বের ভারে যখন নিজেকে নিজে
জড়াই,তখন প্রেম হয় ফল্গু ধারা-
নিরবধি অনুরণন বুকের মাঝে,
বসন্ত তখন অবাধ্য পাগলপারা-

কবিতা তখন সান্তনা দেয় যে মনে,
বসন্ত রঙ বুঝি লাগিবে কিছুক্ষণে।

No comments:

Post a Comment