Monday, February 20, 2023


 

আমন্ত্রিত কবিতা 


ফেব্রুয়ারির একুশ
আব্দুল হামিদ সরকার

একুশ তুমি----ঐতিহ্যের স্মারক,
                      চেতনার উদ্বোধক।
একুশ তুমি----স্বাধীনতার সোনালী বীজ,
                      চেতনার বহ্নি শিখা।
একুশ তুমি----বাঙালি সংস্কৃতির ভিত্তি,
                      জাতীয় সংহতি প্রকাশের শ্রেষ্ঠ দিন।
একুশ তুমি---অধিকার প্রতিষ্ঠার সূতিকাগার,
                       কৃষ্টি, প্রগতির উৎস ভূমি।
একুশ তুমি----দাবী আদায়ের ঝাঁঝাল কণ্ঠ,
                      কালের সাক্ষী পুষ্পাঞ্জলী।
একুশ তুমি----পদ্মা-মেঘনা-যমুনার ঠিকানা,
             বাঙালি পরিচয়ের সেরা কৃষ্টি পাথর।
একুশ তুমি----ফাল্গুনে ফোটা  লাল পলাশ,
             শিশুর হাতে লাল বর্ণমালার প্রচ্ছদ।
একুশ তুমি----সুরম্য শহীদ মিনার,
                ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
একুশ তুমি---রুখে উঠা জনতার এক মুঠো  হাত,
                      দৃঢ় অঙ্গীকার, শোকের মাতম।
একুশ তুমি----বাঙালির বাংলা-অহংকার,
             দেশ গঠনের প্রেরণা ও বর্ণিল সাজ।

No comments:

Post a Comment