ভাবনা
আ মরি বাংলা ভাষা
মোদের গরব মোদের আশা
চিত্রা পাল
মোদের গরব মোদের আশা/ আমরি
বাংলা ভাষা। সত্যি এর কোন তুলনা নেই।আমার মাতৃভাষা বাংলা ভাষা আজ বিশ্বের সবচেয়ে
মধুর ভাষা এমনও শুনেছি। মাগো বলে যখন ডাকি সে মা জননীকেই ডাকি,বা দেশমাতৃকাকেই
ডাকি, বা জগত্জননীকেই ডাকি একেবারে অন্তরের অন্তঃস্থল থেকেই সে ডাক, সে আহ্বান
আসে, মায়ের কাছে সমর্পিত হয়ে। এমন মধুর ভাষা দুটি দেশের মাতৃভাষা। একটি স্বাধীন
দেশের সরকারি ভাষাও। সে তো সহজে হয়নি। কত প্রাণের বিনিময়ে কত ত্যাগের বিনিময়ে
হয়েছে। সব চেয়ে বড় কথা আমাদের মাতৃভাষার জন্য এক স্বাধীন দেশের জন্ম হলো। আর রক্তাক্ত ২১শে ফেব্রুয়ারি দিনটি ঘোষিত
হলো সারা পৃথিবীর সবার মাতৃভাষা দিবসের সম্মান রূপে।
এমন করে ভালোবেসে যে ভাষাকে আমরা আন্তরিক
মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি, তার ভালোবাসাতে ঘাটতিও কিছু কম হচ্ছে না আজকাল। তার শুদ্ধ
প্রবাহে মিশে যাচ্ছেঅন্য ভাষা। পথে ঘাটে
সাধারণ বাক্যালাপে প্রবলবেগে মিশে যাচ্ছে ইংরেজী হিন্দী এসব ভাষা।পরিষ্কার শুদ্ধ
বাংলায় সাধারণ কথাবার্তা বলার লোকের সংখ্যা বেশ বিরল।এ প্রজন্মের বাঙালিরা এই
মেশানো ভাষাতেই কথা বলতে যেন স্বচ্ছন্দ। এমনভাবে এভাবে আমাদের মাতৃভাষা হারিয়ে যাক তাও যে আমরা
চাই না। আমরা চাই আমাদের গর্ব হয়েই থাকুক আমাদের মাতৃভাষা। সে ব্যাপারে আমরাই যদি সচেতন
হই তাহলে লাভ আমাদেরই। আমরা আমাদের মাতৃভাষাকে সহজে ধরে রাখতে পারবো ।
No comments:
Post a Comment