Monday, February 20, 2023


 আমন্ত্রিত কবিতা 


বর্ণমালা, তোমাকে

মৌসুমী চৌধুরী 


খাঁ খাঁ মন খারাপে
ফোঁটা ফোঁটা আলো ফেলে যাও।
পুকুরের ওপর মোটা সবুজ সরের মতো 
ভেসে থাকে আমাদের অনন্ত আগামী। 

হামাগুড়ি দেওয়া শিশুর মতো
তোমার আঁচলে মুখ দেখি! 
অদ্ভুত এক মায়া ঘনায় শরীর জুড়ে,
বুকের ভিতরে নানা সুরে বাজতে থাক তুমি।  

সন্ধে গড়ালে রাত ঘন হয়ে আসে
মায়াবিনী চাঁদ গলে গলে নামে! 
মৃত্যু দৃশ্য তুড়ি মেরে উড়িয়ে 
আঁজলা ভরে তোমাতেই ভরি অক্ষর শ্বাস।

রণভেরী বাজিয়ে, রক্ত মাড়িয়ে
ঋজু হেঁটে আস আজও! 
শরীর সেঁচে দেখে নাও মনের ভিতর পর্যন্ত! 
নিঝুম ব্যথার দুপুরে
চন্দনের ঠান্ডা প্রলেপ হয়ে ফোটো।

No comments:

Post a Comment