আমন্ত্রিত কবিতা
পলাশ ভালোবাসা
দেবযানী সেনগুপ্ত
রক্তলাল পলাশ বেদি
বরকত রফিক ঘুমিয়ে ওই
মাতৃভাষার মান বাঁচাতে
শহিদ আমার হাজার ভাই।
রক্তে রাঙা একুশ আসে
শাহবাগের শহিদ মিনার
রক্ত ঝরা হৃদয় এখন
পলাশ হয়ে ছড়িয়ে পড়ে!
ফাগুন- আগুন আলিঙ্গনে
ঘুমিয়ে আছে আমার ভাই
পলাশ ফুলের ভালোবাসা
আমরা তোদের ভুলব না।।
No comments:
Post a Comment