Tuesday, July 2, 2024


 

স্মৃতির বিদ্যালয়

   মহঃ সানোয়ার 


সাদা শার্ট, ব্লু-প্যান্ট,

প্রেয়ার লাইনে হত হুড়োহুড়ি 

বর্ষা কিংবা বসন্তে-

ছুটির ঘণ্টায় ছিলো দৌড়াদৌড়ি।

ছিল না ইগোর লড়াই,

ছিল না কোন জাতপাতের দ্বন্দ।

ছিল তো শুধুই অপেক্ষা, 

গরমের ছুটিতে স্কুল হলে বন্ধ।


স্কুল আঙিনা, সুপারি গাছ,

মুক্তমঞ্চ ছিলো ভালবাসা আড্ডায়।

উদ্ভিদের চলন গমন ছিলো, 

তখন জীবন বিজ্ঞানের পৃষ্ঠায়।

স্যারেদের শাসন, স্নেহ ছিল

স্কুলের দেওয়ালে-দেওয়ালে।

এখনো হঠাৎ থমকে যায়,

স্কুলের পাশ দিয়ে গেলে।


তখন ছিল না এমন কিছু

শুধু স্বাধীনতা ছাড়া।

এখন সবকিছু থেকেও

পরাধীনতা করছে তাড়া।

No comments:

Post a Comment