আমাদের বিদ্যালয়
মজনু মিয়া
আমাদের বিদ্যালয় খুব পরিপাটি ফিটফাট
যেই দেখে সেই দেখে বলে বেশ সুন্দর স্মার্ট।
চারপাশে গাছপালা তার এক পাশে নদী বয়
পাখিদের কলরব শুনি জায়গাটা ছায়াময়।
নদী পাড়ে তরী বাঁধা যেথা পারাপারে কাজ দেয়
ছেলে-মেয়ে যাতায়াতে ওঠে আনন্দে মজা নেয়।
একটু দূরেই একটা দোকান বেচাকেনা রোজ
টিফিন খেতেই ছুটে চলা এটা সেটা হয় খোঁজ।
মাষ্টার খুব করে বলে ওপারে নয় যাওয়া
বিচার হবে কড়া কিন্তু হলে পরেও হাওয়া!
ভয়ে ভয়েই কাটে সময় কখন যে হয় ছুটি
ছুটির ঘন্টা বেজে গেলে আনন্দে লুটালুটি।
No comments:
Post a Comment