অব্যক্ত কিছু কথা
আলামিন ইসলাম
আলামিন ইসলাম
আমি সূচের উপর পা দিয়ে হেঁটেছি অনেক সময়,
নোনাজলে কেটেছি সাঁতার ৷
এক-একটা আগুনের পিন্ড ধেঁয়ে এসেছে আমার গ্রহে ৷
আমি নতুনের পথযাত্রি.......
অন্ধকার অমাবস্যার জরায়ু ছিঁড়ে বেরোতে চেয়েছি প্রতিনিয়ত ,
আমার চারপাশে জমাট বেঁধেছে মেঘের শক্তপ্রাচীর !
হাত-পা অসাড় করেছে, বরফ কুচি ৷
দুঃখ ও আমার সমান্তরালে অবস্থান৷
অসহায়ত্বের চাদরে এই শরীর ঢেকে গেছে বহুবার ৷
কিন্তুু , বাঁধাদের কারাগার ডিঙিয়ে নির্দোষ পূর্ণিমা আমায় গান শুনিয়েছে ৷
পুষ্পরা ঘ্রাণে ছড়িয়েছে মিষ্টি সুবাস !
শব্দ, অক্ষর মগজের ট্যানেলে খঞ্জনার মতো , উম্মাদের বেশে করেছে নৃত্য৷
এ সময় আমার প্রিয় সঙ্গী হয়েছে কাগজের পাতা আর কলমের কালির স্রোত ৷
সভ্যতার মৃগয়া, বুলেটের ঘায়ে ক্ষত-বিক্ষত করতে পারেনি ৷
আমি জয়ী সৈনিকের ছবি এঁকেছি সারাক্ষণ ,
আমার কল্পনার উজ্জ্বল প্রতিবিম্বে !
সভ্যতার মৃগয়া, বুলেটের ঘায়ে ক্ষত-বিক্ষত করতে পারেনি ৷
আমি জয়ী সৈনিকের ছবি এঁকেছি সারাক্ষণ ,
আমার কল্পনার উজ্জ্বল প্রতিবিম্বে !
No comments:
Post a Comment