সুখ-অসুখ
ফিরোজ আখতার
আমরা প্রায়ই বলে থাকি সুখে থাকতে গেলে তোমার উপরে কারা আছে তাদের দেখো না, বরং তোমার নিচে যারা আছে তাদের দেখো ৷ তোমার থেকে সুখে কারা আছে তাদের দেখো না, বরং তোমার থেকে অসুখী কারা তাদের দেখো .... তাহলে তুমি সুখে থাকবে ৷ খুবই ভালো কথা | কিন্তু এর থেকে মানুষের একটি মৌল বৈশিষ্ট্য প্রকাশ পায় | আমি নিজেও তার ব্যতিক্রম নই ৷ আমার থেকে সুখী যারা তাদের কথা যদি আমি ভাবি তাহলে আমার মন পর হিংসাতে পূর্ণ হবে... ৷ আমি সুখে থাকতে পারবো না ৷ অর্থাৎ, অন্যের সুখ এখানে আমার অসুখের কারণ হচ্ছে... ৷ অন্যের সুখ আমি সহ্য করতে পারছি না ...
আবার আমি যদি আমার নিচের দিকে তাকাই , তাহলে আমার থেকে অসুখী অনেককে পাবো ৷ সেটা আমার শান্তির কারণ হবে, কারণ আমার থেকেও অসুখে লোকে আছে এটা ভেবে আমি সুখে থাকার চেষ্টা করবো ... ৷ অর্থাৎ, অন্যর অসুখ আমার সুখের কারণ হচ্ছে ৷ অন্যরা আমার থেকে খারাপ আছে ভেবে আমি ভালো থাকার চেষ্টা করছি । অর্থাৎ, কোথায় যেন একটা সুর কেটে যাচ্ছে... তাই না ?
আমরা প্রায়ই বলে থাকি সুখে থাকতে গেলে তোমার উপরে কারা আছে তাদের দেখো না, বরং তোমার নিচে যারা আছে তাদের দেখো ৷ তোমার থেকে সুখে কারা আছে তাদের দেখো না, বরং তোমার থেকে অসুখী কারা তাদের দেখো .... তাহলে তুমি সুখে থাকবে ৷ খুবই ভালো কথা | কিন্তু এর থেকে মানুষের একটি মৌল বৈশিষ্ট্য প্রকাশ পায় | আমি নিজেও তার ব্যতিক্রম নই ৷ আমার থেকে সুখী যারা তাদের কথা যদি আমি ভাবি তাহলে আমার মন পর হিংসাতে পূর্ণ হবে... ৷ আমি সুখে থাকতে পারবো না ৷ অর্থাৎ, অন্যের সুখ এখানে আমার অসুখের কারণ হচ্ছে... ৷ অন্যের সুখ আমি সহ্য করতে পারছি না ...
আবার আমি যদি আমার নিচের দিকে তাকাই , তাহলে আমার থেকে অসুখী অনেককে পাবো ৷ সেটা আমার শান্তির কারণ হবে, কারণ আমার থেকেও অসুখে লোকে আছে এটা ভেবে আমি সুখে থাকার চেষ্টা করবো ... ৷ অর্থাৎ, অন্যর অসুখ আমার সুখের কারণ হচ্ছে ৷ অন্যরা আমার থেকে খারাপ আছে ভেবে আমি ভালো থাকার চেষ্টা করছি । অর্থাৎ, কোথায় যেন একটা সুর কেটে যাচ্ছে... তাই না ?
No comments:
Post a Comment