Wednesday, March 1, 2017

বাঁক
আলামিন ইসলাম

আমার সমুখ হতে চঞ্চল বাড়ি -ঘর সরে যায়,
চঞ্চল আমিও এগিয়ে চলি...
কোনো এক অভিপ্রায়ে,
দ্রুততালে !
আঁকা-বাঁকা পথ আর ধূলি -ধূসর মাঠ আমাকে ডাকে ৷
যেখানে বেঁচে আছে আমার মরে যাওয়া বারোটা বছর৷
অদূরেই চোখে পড়ে নদী বাঁক ,
এঁকে -বেঁকে চলা ভৈরব!
আমাদের জীবনও তবে এমনি ?
এভাবে বক্ররেখায় চলে....
এক বাঁক বুঝি আর এক বাঁকের সাথে মিশে যায়?
এসব জটিল মিশ্রাক্ষর !
কিংবা সাংকেতিক কোনো শিলালিপি ৷
পড়ার শেষেও ভুলের একটা জায়গা থাকে .....
এসব অস্পষ্ট কিংবা ছায়াময়...
গভীর শব্দের  বিশ্লেষীত কোনো এক প্রহসন !

No comments:

Post a Comment