কিছু স্বপ্ন কিছু বাস্তব
সুস্মিতা কুন্ডু
গরমে গরমে কাহিল নাজেহাল
একেবারে জেরবার হয়ে বাবুসোনা
মেঘ-বৃষ্টির খোঁজে বার্তা পাঠিয়ে ছিলো ডাকে ,
সেটা কি জানো তোমরা ?
চিঠি খানি হাতে পেল কালো মেঘের দল
ডাকে পাঠানোর ঠিক দুই হপ্তা পর ;
ডিসিশন নিতে মিটিং ডাকল তারপর ,
আলোচনা চালালো তারা রাতভর ;
ডাকপিয়ন এসে খোকনসোনার হাতে
দিয়ে গেল রিপ্লাই চিঠিখানি ,
উৎসাহে ভরপুর ঠাকুরদাদা - নাতি
খুলে দেখে মুক্তোক্ষরে লিখেছে বৃষ্টিরানি ;
"আসব আসছি করে
জানিনা কার রোষে !
নিম্নচাপ অতিবর্ষণে
ঝরেছি অবৃষ্টির দেশে ;
আবহাওয়া গরমিল
অযাচিত দিনদিন !
আমাদেরও ঘাম ছোটে
পড়ে উষ্ণায়নের ফাঁদে !
সূর্যদেবের রোষ আটকাতে
বলি শোনো একটাই পথ ,
কাটো পুকুর ,কেটোনা গাছ
গড়ো সবুজ বনাঞ্চল ;"
চিঠি খানি পড়ে যখন বাবুসোনা খুশী ,
ঈশান কোণে দেখে মেঘের দলের উঁকি ;
হাত নাড়িয়ে হাসি মেখে বলল তারে ডেকে ,
চিঠির সাথেই এসে গেছি আমরা তোমার দেশে ;
টাপুর টুপুর শব্দ করে নামল অঝোর ধারা ,
ঠাকুরদাদার হাসি মুখ আনন্দে আত্মহারা ;
গাছ ভেজে ,মাঠ ভেজে ,ভিজছে ঘর-বাড়ি
পৃথিবীটা লাগছে দেখো সবুজ সবুজ ভারি ;
নক্সীকাথা গায়ে জড়িয়ে খোকা , দাদার সাথে ,
ঠান্ডা আমেজ মেখে গায়ে ,আরামে চোখ বোজে ;
ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে মুচকি মুচকি হাসে ,
সবাই মিলে পৌঁছে গেছে নীল সবুজের দেশে ।।
No comments:
Post a Comment