ইলিশ উৎসব
সুপ্রীতি বর্মন
সিনেমাটোগ্রাফির পেছনে চলতে থাকা গুটি গুটি পায়ে কল্প ছায়াচিত্র। নিছক নষ্ট নীড় অতীতের বাবুই পাখির উল্টো কুঁজো বাসা।ঝুলন্ত সংসার কন্টকময় খেজুর গাছের ডালে। ফেলে আসা রাজপথ প্রথম অভিসার বাঁশি নিষ্প্রান হারানো সুর। সপ্তগামী চরনের উচ্ছাসে বাঁশে উঠে, তিষ্ঠানো দায় তবুও পেছন থেকে শক্ত আলিঙ্গন, তোমাকে শক্ত করে আঁকড়ে ধরে। চেনা জানা পরিধি দূরে রঙ্গমঞ্চ অদৃশ্য ছায়াপথ।চোখে স্পষ্ট প্রতীয়মান আগামী স্বপ্ন কুলো হাতে শুভবিবাহের প্রচ্ছদে খই পোড়ানো। উড়ছে বলাকা সাগরের বুকের কাছ দিয়ে, ধরা ছোঁয়া দূর বহুদূর।খপ খপাৎ ঝোপ বুঝে কোপ বর্ষার অকুল নদীস্রোতে। ছিপে লোভী উন্মুখ দৃষ্টিপাতে স্বর্নালী রূপসী ইলিশের সমর্পন।লকলকে জিহ্বার অন্তিম আস্বাদনের ভোগ তোমার শরীর নিষ্প্রান। জেলেদের দীর্ঘ প্রতীক্ষায় দীর্ঘশ্বাসে এলায়িত নদীবক্ষ, সর্বস্ব লুটে নিয়ে যায়। নেই কোন নিস্তার।আমার শরীরের অংশ পন্যমূল্যের নিরীখে বাজারে বিক্রীত দ্রব্য। সকল হাতের অগ্রসর ভোগ লালসার চোখে প্রতিবন্ধক, খাবি খায় মুক্তির দীর্ঘশ্বাস।তবুও একটু করুনার আর্তি, চোখ কান বুজে তিলে তিলে মরা।সবার হিসেবের সুখ মাথার মধ্যে গিজগিজ আসল সোনা, বাংলাদেশের হৃদকোমল আমি। আমার রূপে রৌশনচৌকি উৎসবের ঝলকানি।সুন্দর বঙ্গললনার দৈহিক লালিমায় বাঙালী বর্ষাগমনে করতলগত মহার্ঘ্য বিনিময়ে।দরিদ্রের চোখে আমি কাঁচা সোনা জীয়ন আমার অন্তর্স্বত্তা।আমাকে নাগাল তাদের দুষ্প্রাপ্য। অন্ধকার তমনিশায় সমুদ্র সৈকত নীরবে বিরহ অগ্নির উচ্ছাসে গর্জনে অশ্রু দুগ্ধফেনিল সমুদ্র।কিছুদিন আগেও ছিলাম তোমার ঐকান্তিক মোহ তোমার সম্পদ রূপালী চাঁদ। আজ জ্যোৎস্না পড়ে ঠিকরে উঠে বিদ্যুৎ ঝলকানি তোমার হৃদয় চিরে শেষবার আমার শ্রেষ্ঠতম রূপ। নিথর নিষ্প্রান মৃত শরীর চকচক লালিত্য নিষ্প্রয়োজন। শুকিয়ে কাষ্ঠ দেহ তোমার ছোঁয়া অতীত। কষ্টার্জিত তোমার প্রয়াস মানতে না চেয়ে আমি হীন তুমি মুখ থুবড়ে বারংবার পড়ছো সৈকতে।
আমাকে কাছে টানার অপ্রত্যাশিত চাহিদা। তোমার প্রেমের সমুদ্র লুটায় চোরাবালির মুখে। কাল সকালের অশনি সংকেত পাড়ভেঙে তুমি উথাল পাতাল।আমাকে মুখবন্ধ বাক্স উপঢৌকনে চরা দামে বেঁচে দেবে বাজারে। নিয়ে যাবে নতুন কোন হাত গুছিয়ে দিতে অপরের সংসার। রক্তস্রোতে ভাসবো আমি তারপর ভাজা তেলে গনগন আঁচে।ফুরাবে সকল স্বাধীনতা শুধু যন্ত্রনার ফাঁসি মৃত্যু। ক্ষিধে জোগাতে হবে আমার পরমান্ন ডাকে। শুধু থেকে যাবে মৃত্যু প্রচ্ছদে স্মৃতি ।তোমার বিশাল বক্ষে আমার উথাল পাতাল চুম্বনে তোমার দ্যুতি।বারবার আলিঙ্গনে স্বপ্ন স্বাধীনতার আশকারা প্রশয়। রুপালী চিকচিক আমার অঙ্গ আচ্ছাদন আঁশ তোমার স্পর্শে হবে সিক্ত আদিগন্ত রূপসী।তোমার প্রেমে হবো সোহাগী শ্রেষ্ঠ বঙ্গ তিলোত্তমা।ফেলে এসেছি আমার শৈশব তোমার গর্ভমূলে আমার আগামী প্রজন্ম।যত্ন আপামর সোহাগে দীপ্ত হোক প্রান। তুমি দিও পরশ মাতৃস্নহ তাদের বুকে। নীল সাগর আমি আবার আসবো করবো জলকেলি পুরানো সোহাগে।।
No comments:
Post a Comment