Sunday, August 6, 2017












আরেকটা সূর্য
শুভদীপ
------------
আমাদের বস্তিতে সূর্যকে নিয়ে-
লোফালুফি চলছে।
আস্তিনে লুকিয়ে-
কেউ হাসছে পৈশাচিক হাসি।
আসলে আমাদের বস্তিতে
মৃত্যুর রাজ্যাভিষেক হয়েছে।
সেদিন থেকেই একটা চাপা কান্না
কানে বেজে বেজে সয়ে গেছে এখন।
আমাদের সব গাছ বিষবৃক্ষ।
তারা পাতা ঝরায় -
সেই নদীর বিষন্ন জলের ওপর,
যে অপলক তাকিয়ে থাকে
আমাদের দিকে।
আমরা নীরব; চেয়ে দেখি-
শিরা দিয়ে কালো রক্ত যায়
অলিন্দের দিকে।

আমরা নীরব; চেয়ে দেখি-
আকাশের পানে।
একটা আলোর ফুলকি দেখি
আমরা নিকষ আধারে।
ছানি পড়া চোখে স্বপ্ন দেখি-
আরেকটা সূর্য ওঠার।

No comments:

Post a Comment