মধ্যরাতের খন্ড কবিতা- পর্ব- ১৫
লক্ষ্মী নন্দী
টালমাটাল অাহ্লাদী
পৃথিবীর বুকে
কবিকে বাঁচিয়ে রাখার
বিজ্ঞাপন দিয়ে চলেছি।
কত রাত নির্ঘুম
অদমিত তর্জনী -----
অদৃশ্য ব্যথা বুকে
একাকী উৎসুক মৌন।
বিধস্ত খোলসের ভিতর
বিষন্নমন। কবিকে
ছুঁয়েছে পৃথিবীর
ত্বকহীন শরীর -।
কবির কানে
মহাপৃথিবীর
কণ্ঠস্বরের তিব্র,
অাণবিক
অার্ত চিৎকার।
কবির অবয়ব অনড়।
যেন দক্ষ প্রতারক
কিন্তু প্রতারনাহীন
নিকষ নিশার মাঝে।
অাত্মার অাবরণে
ঠাট্টা জরানো হাসি
শেকড়বিহীন
বিহ্বলতায়।
নড়ে রাত।
সাদা পৃষ্ঠা খোঁজে
গোপন শয্যায়-কবির
স্বীকারোক্তি।
অামি শূন্যতা খুঁড়ে
মুড সাপ্লাই দেই।
অসম্ভবের জগতে
কবিকে ভাঙি চূরমার।
অক্ষরে-রা স্নায়ু
প্রশাখায় নড়েচড়ে।
শব্দরা বাঁধে দানা।
ওলটপালট শান্ত
শিহরণ নিমগ্ন বাক্যরা
মুছতে থাকে কবির
যন্ত্রণার ক্ষতচিহ্ন।
অন্ধকার হয়ে ওঠে
স্ফটিক।
অামি অার কবি
দু-জন এক অস্তিত্ব
এক অভিজ্ঞানে
দেখি স্বর্ণগুহায়
বিকিরিত
হতেছে মধ্যরাত।।।।
No comments:
Post a Comment