ব্রহ্মযোগ
মাধবী দাস
এবছর ভাদ্রে মত্ততা শুনিনি দাদুরির
তালপাকা গন্ধ নাকে এসে পৌঁছয়নি,
পাড়ার কুকুরেরা মেকি সভ্যতাকে মানিয়ে অনেকটাই সভ্যভব্য
নির্জন নদী প্রহর গোণেনি
বরফজমা চাঁদের
মহাজাগতিক ওমে ঘুমিয়ে আছে প্রকৃতিবাদ
আমার ব্রহ্মযোগে কেবল
তুমি তুমি আর তুমি
অহং থেকে উত্তীর্ণ হলেও
তোমার থেকে উত্তীর্ণ হওয়ার
সহজিয়া মন্ত্র আমার জানা নেই।
No comments:
Post a Comment