রক্তস্রোতে বহে সূচ
ফিরোজ আখতার
। এক ।
রক্তস্রোতের মধ্যে দিয়ে বয়ে চলেছে সূচগুলি…
একটি নিষ্পাপ শিশু,
এক গোছা রজনীগন্ধা ।
ঠিক যেন শতসহস্র শয়তানের কামড়,
অসংখ্য নরকের সম্মুখে
দাঁড়িয়ে দেবকন্যাটি ।।
। দুই ।
স্বর্গ আজ লাঞ্ছিত হয় বারেবারে…
সূচের তীক্ষ্ণ আগায়,
দশটি শয়তানের কামড়ে ।
নরকের কীটগুলির নৃশংস দংশনে,
ছিন্নভিন্ন হয়ে যায়
বছর তিনেকের শিরাগুলি ।।
। তিন ।
স্বর্গের মৃত্যু হয়েছে বেশ কিছুক্ষণ আগে…
শয়তানের করাল কামড়ে,
তীক্ষ্ণ সূচের গ্রাসে ।
আর, দেবী থেমিসের ন্যায়দন্ড অপেক্ষারত,
জিউসের কঠিন বজ্রের
আঘাতের জন্য ।।
No comments:
Post a Comment