Saturday, September 9, 2017















কথা
শুভদীপ
-----------
তখন আমি মৃত্যু উপত্যকায়।
হৃদয় অচেনা হয়ে-
তখন দস্তক দিত বারে বারে।
আমার আঁধারে তখন
ভয় পেত চাঁদহীন কালো রাত।
কথা, তোমার এক হাসিতে নেমেছিল দিন-
সেই মৃত্যু উপত্যকায়।
জারজ হৃদয় আলো জ্বেলেছিল
ছন্নছাড়া শরীরে;
যে শরীর ছিল হৃদয়বিরহী-
সেই মৃত্যু উপত্যকায়।

No comments:

Post a Comment