মধ্যরাতের খন্ড কবিতা
পর্ব - ১৮
লক্ষ্মী নন্দী
অামার চোখে অনেক নদী
লুকিয়ে রাখি জল।
মৃত্যুগাছের ছায়ার নিচে
অামার চলাচল।
তোকেই সব বলব বলে
প্রহর গুণি রাত
নৈঃশব্দের ভীতর দিয়ে
বাড়িয়ে দেই হাত।
বিপুল রাতের উল্লাসেতে
থই থই অন্ধকার
অক্ষিগোলকে ভেসে ওঠে
তোর শরীরী অহঙ্কার।
একটা কেবল শর্ত অাছে
সাদাপৃষ্ঠা জুড়ে
অামার সঙ্গে জেগে থাকিস
শব্দ সমাহারে।
তোর চারণে জুড়াই অামি
সকল অতীন্দ্রিয়
তুই অামার মধ্যরাত
তুই অামার প্রিয়।।
No comments:
Post a Comment