শিবু
যেমন গাছের পরিচর্যার উদ্দেশে ফুল-ফল পাওয়ার
একটা বিধেয় থাকে ।
ভুলে যাই তখন যে সেই গাছ মিশে আছে আমার
শ্বাস-প্রশ্বাসে ,
অবিকল আমি পাথর যেন ভুলে গেছি আমার মাটি-স্বরূপ
। অজ্ঞান হয়ে
পড়ে আছি - কখন একদলা পৃথিবীর গন্ধ শুঁকে শুঁকে
চোখ ফুটলে,
শুয়ো পোকার মত গিয়ে উঠব তিস্তার বাঁধে। ওপারের চর হতে
ভেসে আসা নদীয়ালি হাওয়ায় আমার গায়ের রোম গুলি
খাড়া হয়ে ওঠে!
যদি জ্ঞান ফিরে আসে, আনকোরা কবিতার পান্ডুলিপি
গুলি
তিস্তার জলে ভাসিয়ে দিব,উঠব গিয়ে চরের মন্ডল
পাড়ায় – দশটাকায়
তিনটি তরমুজ কিনে পাঁচ বন্ধু মিলে কামড়ে খাব –
যতক্ষণ পর্যন্ত না
সাদা মাংস বেরিয়ে আসে । স্মৃতি শুধু আর অতীতে
থাকবে না
স্মৃতিরা শুধু আর কবিতায় ফুটে উঠবে না,একটা
জ্বলন্ত বর্তমান হয়ে
জড়িয়েথাকবে আমার চারপাশে ছিলিমের ধুম্রজালের মতন
।
No comments:
Post a Comment