ক্লান্ত,বড় ক্লান্ত যে আজ আমরা। বিধ্বস্ত, বিপথগামী এই সমাজ ও
সভ্যতায় পথভ্রষ্ট ও লক্ষ্যভ্রষ্ট হয়ে আমরা আজ দিশেহারা। অদৃশ্য ভোগ্য জীবনের "আলেয়ার আলো"র সন্ধানে ছুটতে গিয়ে স্বার্মগ্নতার গভীর অন্ধকারে আজ আমরা বারবার নিক্ষিপ্ত হচ্ছি। চারপাশে হতাশার গাঢ় অন্ধকারে নিমজ্জিত আমাদের আত্মমগ্ন মনুষ্যত্ব। এই অন্ধকার থেকে উদ্ধার করতে পার তুমিই। এই অন্ধকার থেকে আলোর দিশা দেখাতে পারবে শুধু তুমিই। "
"সোনার পাথরের বাটি" র মতো
"মানবিক রাজনীতি " আজ অর্থহীন
শব্দ বন্ধে আক্রান্ত। রাজনীতি মানে কি শুধুই বিশেষ দলীয় রং এ রঞ্জিত
রক্ত হোলির উৎসব- উদযাপন?!
ক্ষমতা ও "রক্ত চক্ষু"র আস্ফালন?
অভিভাবকহীন হয়ে আর কতোদিন প্রত্যক্ষ করতে হবে ধর্ম আর রাজনীতির নির্লজ্জ স্বার্থকেন্দ্রিক ব্যবহার? সংবিধান ও গনতন্ত্রের বিরুদ্ধ স্বর আর কতোদিন আমাদের,
সাধারণ মানুষের কন্ঠ রোধ করবে?
তুমি পারবে এর প্রতিকার করতে,
সমাধান করতে। তুমিই পারবে জাতি,ধর্ম নির্বিশেষে সবাই কে এক
মনুষ্যত্বের ছাতার তলে নিয়ে আসতে।
আজ নতুন বছরের শুরুতেই আমাদের পাশে থাকার জন্য তোমাকে, আমাদের যোগ্য রাষ্ট্র- নেতাকে, রাষ্ট্রনায়ক কে অনেক
অনেক শ্রদ্ধা ও শুভেচ্ছা------
ইতি----
তোমার রাষ্ট্র নাগরিক।
গৌতমেন্দু নন্দী
No comments:
Post a Comment