মুজনাই
অনলাইন চৈত্র সংখ্যা ১৪৩০
গল্পের হালখাতা
বেলা দে
রাত এসে কখন যেন
ঝুপ করে দাঁড়িয়ে পড়ে পাশে
সাধের বাগিচায় সার, জল দিতে দিতে
টেরই পাইনি দিবাকর নিশিঘুমে ডুবেছে,
পাইনের মগডাল থেকে ঝিঁঝিঁ পোকার
রেওয়াজি গান।
পাহাড় ছুঁয়ে সন্ধ্যা নেমে আসে
সমতলের তুলসী উঠান,
গল্পের ছেড়া ঝুলি হাতড়ে
বের করে ফেলি বিগতকালের পান্ডুলিপি,
কী হবে ওগুলো স্মৃতিঝোলায় পাথর করে।
তার চেয়ে বরং ভাসিয়ে আসি স্রোতস্বিনী জলে
চিরতরে ডুবে যাক কালের অতলে।
নতুন দিনের আলোয় আবার
শুরু হোক গল্পের হালখাতা।
No comments:
Post a Comment