প্রিয় কবি জীবনানন্দ দাশ
কবি আমার, আমাদের কবি, তুমি ফিরে এসো অন্তত একটিবারের জন্য ফিরে আসো। তোমাকে আজ বড় প্রয়োজন বাঙালির। তোমার ভাষা আজ বড় বিপন্ন, মরতে বসেছে। আজও পায়নি বাংলা ধ্রুপদী ভাষার সম্মান, ওডিষা ভাষা স্বীকৃতি পেয়েছে কিন্তু পায়নি বাংলা। সামনে এসেছিল বিতর্কের ঝড় কী নেই এই বাংলা ভাষায় সাহিত্য, সংস্কৃতি,শিক্ষা
শিল্প বিকাশে সম্প্রতি কত অগ্রসর তাহলে কোন যুক্তিতে বাংলা ধ্রুপদী ভাষায় তালিকায় নেই?
প্রথম নোবেলজয়ী ব্যক্তিত্ত্বও কবি রবীন্দ্রনাথ, বাংলা এতবড় সম্মান পেয়েও কেন অনাথ। ২০০৪
সালে ছ'টি ভাষা স্বীকৃতি পেয়েছে পেল না বাংলা।
ভাষাতত্বের বিশেষজ্ঞদের একটি কমিটি সহ সংস্কৃতি মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত। তুমি থাকলে কী করতে কবি, যেখানে বাংলা কবিতা আন্দোলনের তুমি ছিলে প্রানবন্ত ফসল। মাটি ও রক্তে কর্কশ , বিষাদের স্বাদ পেয়েও লিখেছ " নাটোরের বনলতা সেন" দু-দন্ড শান্তি দিয়েছে সে তোমাকে, তোমার কল্পিত মানসপ্রেমীর ছোঁয়া পেয়েছো বনে জঙ্গলে পথে প্রান্তরে, তালপুকুর আর স্রোতস্বিনী জলে।
'চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবন্তীর কারুকার্য'
হে বাংলার প্রকৃতি প্রেমিক কল্পিত প্রেমিকাকে অন্তরে নিয়ে সাধের
বাংলাকে ছেড়ে চলে গেলে কোন সুদূরে। ফিরে এসো,ফিরে এসো তুমি বাঙালির অন্তরে। তুমি বিনে বাংলা অন্ধকার।
বেলা দে
No comments:
Post a Comment