পোশাকের পরিচয়
কেতকী বসু
রূপের কথা বলতে গেলেই অরূপের কথা মনে পড়ে
পোশাকের ওপর লেগে থাকা দাগ দেখে তার গভীরতা মাপা হয়নি কখনও
সুন্দর চোখের দুফোঁটা কাজল দেখে
খুচরো টাকায় কিনতে পারি নি সময়
তাই ফেলে রাখা পোশাকে পুরানো গন্ধ খুঁজি রোজ
আর ভাবি যত্নের থেকে অযত্নের গুণ অনেক বেশি।
ঘষে মেজে নতুন করতে যে সময় চলে যায়
তাতে অবাঞ্ছিত দাগের সংখ্যা থেকে যায়
তাই সেই সব দাগ পড়ার আগেই যত্ন করি পোশাকের
আমিও আজ বিচ্ছিন্নতার দাবি নিয়ে খুঁজে চলি অরূপের বাস্তবতাকে
পরিষ্কার প্রচ্ছন্ন পোশাক তুলে রাখি আলমারিতে
কোনো এক আগন্তুক সময় এলে হিসেব করব রূপ আর অরূপের পার্থক্য
ততদিন পর্যন্ত আগলে রাখি আমার সমস্ত অপরিষ্কার পোশাক
আর রোজ একবার করে গন্ধ নিই পুরানো সেই পোশাকের।
No comments:
Post a Comment