Saturday, November 2, 2024


 


মুনা 

অনলাইন কার্তিক সংখ্যা ১৪৩১



সম্পাদকের কথা 

উৎসব শেষের পথে। তবু শবের শেষ নেই। এই লেখা যখন লিখছি, তখন মুজনাই তীরের ফালাকাটার জটেশ্বর ক্ষোভের আগুনে জ্বলছে। নাবালিকা শিশুও রেহাই পাচ্ছে না আমাদের বিকৃত লালসা থেকে। আলিপুরদুয়ার জেলা সহ উত্তরবঙ্গে দিনের পর দিন বেড়ে চলেছে ধর্ষণ-খুনের মতো সঙ্গীন অপরাধ। `উত্তরবঙ্গ` শব্দটি ইচ্ছে করেই ব্যবহার করলাম। জানি অপরাধীর কোনও জাত ধর্ম হয় না, অপরাধের কোনও স্থান ভেদ নেই।  তবু রাজ্যের এই উত্তরাংশে ক্রমবর্ধমান অপরাধের এই মাত্রা কখনও দেখা যায়নি। বিষয়টি তাই অত্যন্ত উদ্বেগের ও আশঙ্কার। এই জাতীয় অপরাধ দমনের ক্ষেত্রে প্রশাসনের কড়া পদক্ষেপের পাশাপাশি, আমাদের সচেতনতাও অত্যন্ত জরুরি। সমস্যা হল, এই মুহূর্তে সমাজজীবনে  দুটি বিষয়েরই অত্যন্ত অভাব দেখা যাচ্ছে। অবিলম্বে সতর্ক না হলে এই প্রবণতা বাড়বে বৈ কমবে না!   


মুনা 

অনলাইন কার্তিক সংখ্যা ১৪৩১



রেজিস্ট্রেশন নম্বর- S0008775 OF 2019-2020

হসপিটাল রোড 

কোচবিহার 

৭৩৬১০১

ইমেল- mujnaisahityopotrika@gmail.com 

প্রকাশক- রীনা সাহা    

সম্পাদনা, প্রচ্ছদ, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায়


এই সংখ্যায় আছেন যাঁরা 

দীপায়ন ভট্টাচার্য, কবিতা বণিক, মাল‍্যবান মিত্র, শ্রাবণী সেনগুপ্ত, 

পার্থ বন্দ্যোপাধ্যায়, জয়তী ব্যানার্জী, সঞ্জয় সাহা, অনিতা নাগ, 

চিত্রা পাল, সুজাতা কর, ঋতুপর্ণা ভট্টাচার্য, সম্মিলিতা দত্ত, 

প্রদীপ কুমার দে, শুভেন্দু নন্দী, বটু কৃষ্ণ হালদার, 

অশোক কুমার ঠাকুর, মাথুর দাস, সজলকুমার টিকাদার,

লিপিকর , অমিতাভ চক্রবর্ত্তী, কেতকী বসু, 

রীনা মজুমদার, মিষ্টু সরকার, প্রতিভা পাল,

পক্ষিরাজ, প্রাণেশ পাল, মনোরঞ্জন ঘোষাল,

স্বপন কুমার সরকার, পাঞ্চালী  দে  চক্রবর্তী, মনোমিতা চক্রবর্তী,

আকাশলীনা ঢোল, বিপ্লব গোস্বামী, মনীষিতা নন্দী,

গৌতম সমাজদার, আশীষ  কুমার  বিশ্বাস, মজনু মিয়া, রেজাউল করিম রোমেল


মুনা 

অনলাইন কার্তিক সংখ্যা ১৪৩১



 

  

No comments:

Post a Comment