Saturday, November 2, 2024


 

গোলাকার ফাঁদ

মনীষিতা নন্দী

মেয়ে তোমার বড্ড তুলতুলে ন্যাকা
কথায় কথায় তিনমাত্রিক বৈভব
পয়সার ভরভরন্তেই কি শুধু স্বাবলম্বী হয় কেউ?
বেহায়া হ'তে ভালোবাসে
বেঁধে থাকতে চায় একমুখী
বেঁধে তো রাখতে শেখেনি কখনও 
কিংবা হয়তো শিখেছিল
প্রশ্রয় ভার - অহং - অভিযোগ ভেঙে দিয়েছে সব হিসেব
এখন আর কাছে যাওয়া যায়না
দহন দাহনে ধ্বসে পড়তে দেখেছি মিঠে যৌবন
এবার আগুন নয়, কড়া আম্লিক ধ্বজা
তোমার চলে যাওয়ায় পুড়ে গেছে ললিত কথা, শান্তিলতা
ঈর্ষা-বিষে জরজর টানাপোড়েন,সম্পর্কে হতাহত গ্লানি
কৃত্রিম শ্বাসবায়ুতে দশদিন কেটে গেছে
তবু অম্লমুখর সকাল সাঁঝ, ওষুধ ওষুধ গন্ধ
ভোর হয়ে এল, ব্যালকনিতে এখনও বসে সেই নীল পাখি
মন ভালো আছে জেনেও ধাঁধা লেগে থাকে চোখে
আবার সেই হারজিৎ খেলবনা
"আমার যে সব দিতে হ'বে", সব দেব পায়ে, 
বুক বেঁধে উঠে দাঁড়াতে শুরু করেছি শেষ বিকেলের পর

No comments:

Post a Comment