#একটা_অতি_সাধারণ_ভালোবাসার_গল্প
#শঙ্খসাথি_পাল
ছোট থেকেই ও বাড়ির ছিঁচকাঁদুনের সাথে এবাড়ির বীরপুরুষের দিনযাপন
:
মারামারি, কানমলা, ভ্যা ভ্যা, নালিশ
তারপর আবারও চকলেট ভাগ করে খাওয়া
:
উতল হাওয়া মামনির চোখের কাজলে, বিচ্চুর সদ্য গজানো গোঁফে
সরস্বতী পুজোর সকালে বাসন্তী শাড়ি, লুকিয়ে লাল গোলাপ
:
এক সানাই মাখা আলোকিত সন্ধ্যায় চেনা চোখে অচেনা দৃষ্টির আবিষ্কার
বাঁধা পড়ে নিশ্চিত ভালোবাসার গল্প সিঁদুর দানে
:
তারপর গতানুগতিক একঘেয়ে সংসার জীবন
বাচ্চার টিউশন, ছুটিতে সিমলা কিংবা গোয়া, কিছু আলাদা শোয়া রাগের রাত
:
ছিঁচকাঁদুনের এখন বাহাত্তর, সামনের মাসে বীরপুরুষ আশি হবে
সুপুত্র সেটল করেছে ইউ এস এ তে পাকাপাকি
দিব্যি বেঁচে আছে হাঁপানি, চালশে, বাতের ব্যথা আর চির চেনা স্পর্শ সুখ..
LikeShow More Reactions