Sunday, January 1, 2017

বরফের ওপারে
উদয় সাহা
কুয়াশার দৃশ্যপট ছেড়ে মুখ ধুয়েছে তোমার আলোতে দূষণ কিন্তু তখন ও ভ্রাম্যমাণ সূর্য তখন প্রতিহিংসাপরায়ণ মুখ লুকোচ্ছে মুখ ঢেকে বড়দিন ছোটো হয়ে আসে ঝড় -ঝঞ্ঝা কোলাহলের বরফ রাস্তা জুড়ে স্বপ্নিল সূর্যের লাল উঁকি দেবে জেগে আছে নিষ্পাপ শিশু -- বরফের ওপারে আছে
দেহ সমতল।

No comments:

Post a Comment