Sunday, January 1, 2017

পাগল পবন বর্মন
মাথা স্মৃতির চাপে সবকিছুই গুলে খায় পোড়া রাস্তাদিয়ে একবার ঘুরে আসে হয়তো কাঁটাগজায় মুখ থুবড়েও পড়ে থাকে এদিকে বাস্তবটাও থাকে অন্ধকার ! মনটা আকাশ ঘুরে আসে , কথা বলে আসে শূন্যস্থানে | পেয়েছি !পেয়েছি !কুড়িয়ে একদিন যা আশার আলোতে ঠাঙানো ছিল | আজ কতটা স্বীকৃতি পেয়েছি খোলামেলা দমে দম মেরেছি লরির চাকায় গড়িয়ে লুটিয়ে কোন চিহ্ন নেই আর শুধু শূন্যহীন ! শুধু শূন্যহীন ! দিলাম স্মৃতির রাস্তার পথ পাল্টে |

No comments:

Post a Comment