Sunday, January 29, 2017

কলমের চুম্বন ______________ ফিরোজ আখতার ________________ কলমের চুম্বনে ফুটে ওঠে কাগজে অক্ষরের প্রতিধ্বনি, রঙীন হয়ে ওঠে চুম্বনের আবীরে- ভরে ওঠে তার সারা দেহ চুম্বনের হরফে, আর চুম্বনের খোঁচায় যখন বাঙ্ময় হয়ে ওঠে অধরের স্পর্শগুলি, ওষ্ঠের দাগগুলি- তখনই যেন পূর্ণতা পায় কোরা কাগজের শূণ্য হৃদয় , পরিনত হয় সে সম্পূর্ণ মানবীতে | ভরে ওঠে যেন তার শূন্য দেহ- পল্লবিত হয় তার যৌবনের আর্তি ৷

No comments:

Post a Comment