বুদ্ধ তুমি জেগে থাকো
পায়ের তলায় একটা সাপ কুণ্ডলী পাকিয়ে আছে
কিছু গরমিল আছেই কোথাও না কোথাও
মনের কোণে কেবলই একটা খচখচানি লেগে আছে
টের পাই।
কি এক অস্থিরতা রামধনু-রঙ নিয়ে কাটাকুটি খেলে
কবি তুমি এগিয়ে যাও সবুজ গালিচা ধরে
নগ্ন পায়ে। জুতোপাটি তোমার আমি পায়ে পড়ে নেব
নয়ত মাথায় পড়ে নেব
তুমি লিখে চল কবি !অপার্থিব সৃষ্টি কিছু করে চল
জাগতিক করণ-কারণ আমি বয়ে চলি, দিনে-রাতে সর্পবাসে ঘুমিয়ে থাকি
আলো-বাতাস পেলে সময়ে সময়ে খোলস ছাড়ি।
বুদ্ধ তুমি জেগে থাকো আমার পাশে, আমি শুয়ে থাকি।
No comments:
Post a Comment