Wednesday, January 18, 2017

অপেক্ষা মন্দিরা ঘোষ আসবে বললে,কই এলে না তো? ঘরদোর ঝাড়পোছ করলাম, উঠোনের তুলসী তলায় প্রদীপ দিলাম, জলচৌকি সাজালাম, পাখাটিও রাখলাম পাশে। সাদা বিছানার পাশে রেকাবিতে তোমার পছন্দের জুঁই ফুল; চাঁপাও রাখলাম কিছু। সাজলাম খুব,হলুদ ঢাকাই শাড়ি সর্ষেফুল রঙা, খোঁপায় বেলীর মালা! অপেক্ষার আলো নিয়ে ভোরের মারুলি ছুঁলো চোখ। আস্তে আস্তে লাল সূর্যের আলো নামল আমার পরিপাটি সাজানো উঠোনে অপেক্ষার প্রদীপ শিখাটি ম্লান করে। তুমি এলে না তো?

No comments:

Post a Comment