Wednesday, January 25, 2017

আবিরকান্তি পালের কবিতা

কঙ্কাল
আবীর কান্তি পাল

রক্ত মাংস চামড়ার শরীর রোদে শুকতে দিয়ে ,কঙ্কাল নিয়ে শুয়ে পরি বিছনায় !
পাহাড়ি সাধুর মত মন উড়তে থাকে বাতাসে ,লোভ কাম বিছিন্ন হয়ে বিবস্ত্র হয়ে অভিমান করে চলে !
আজ ভুলবো না কোন মোহে
ঘুরতে চাই জানতে চাই নিজের ভেতর !অন্য কোন শহর ,চাই অন্য কোন গ্রাম ,,!
আমার কাছে গ্রামটা মা ,শহর
হল পিতা !পিতা মানে হারাতে
ভয় পাই ,আর গ্রামের কাছে
মায়ের আঁচল পাতা !
খট্ করে দরজায় শব্দ !ওটা আমার মতো একটি কঙ্কাল !আমার স্ত্রী ,পাশে সয় !এটাই
শর্ত !
ভাল থাকার শর্ত !
একটু পর বুঝি কঙ্কাল নাক ডাকে ,আমি বাইরে ছুটি ,বহুদূর ,স্যার লিওনার্দ
ঘুময় নাকি !
প্রসব করে চলি বিশ্ব ইতিহাসের ,চিত্র কল্প ,কে বলে কবিতা সীমাবদ্ধ ,কোন বিশাল কবির কুক্ষীগত ,আমি পারি হাটতে ।
হাটতে হাটতে চলে যাই অন্য কোন পান্ডুলিপিতে !
ইস্ জানলায় চাঁদ এসে হাজির ,রাতের ঘড়ি দু -টো !
আমি তবুও চরি গাভীর মতো
পিঠে বক নিয়ে !পায়ের নীচে জন্ম ভূমির মাটি !হ্যা গো মায়ায় ভরা মাটি !যার কোলেতে এই কঙ্কাল শুইয়ে রাখি ॥

No comments:

Post a Comment