কবিতা কোলাজ
তৃপ্তি মিত্র
আঁধ ভাঙা চাঁদের মাদকতায়
যেমন ভেসে যায় আরন্যক নির্জনতা
তেমনই তীব্র সংরাগে ছাপিয়ে যায়
সঞ্চিত অনুরাগ
আবার কখন ও শিশির ভেজা ঘাসের
মখমলি প্রসন্নতায় আলো ছড়ায়
জুঁইফুলি ভোর
তাই তো শান্ত , স্নিগ্ধ
ফিরোজী রঙা ঢেউ গুলি
স্রোতের অভিমুখে বয়ে যেতে যেতে
রেখে যায় শর্তহীন প্রেমের কবিতা কোলাজ ৷৷
No comments:
Post a Comment