হিমেল হাওয়ায় নবান্ন
পারমিতা রাহা হালদার
অঘ্রাণের আহ্বানে সেজেছে আকাশ রূপালী রোদ্দুর,
মাঠে মাঠে সোনার ফসল চাষীর গোলা ভরপুর।
চড়ুই পাখি ধান খুঁটে খায় শালিক আসে উড়ে,
ধান্য লক্ষ্মী আসবে ঘরে মেঠো গানের সুরে।
সবুজ হলুদের বসতি ঢেউ খেলে সোনালী আভা,
ধানের শীষে আসন পাতে হৈমন্তীর রূপের শোভা।
খেজুর রস ,পিঠে পুলি রকমারি আহার মন মাতায় বেশ,
হাল্কা শীতে মাতবে সবাই লেপ কম্বল মুড়ে ঘুমের রেশ ।
ক্ষীণ রোদ্দুরে খেলে হীম শীতল স্নিগ্ধ বাতাস,
মনে হিল্লোল তোলে গুঞ্জনে মাতে প্রিয় আকাশ ।
রঙ বাহারি ফুলে প্রকৃতি সাজে নীল আকাশের প্রাতে,
কুয়াশা ভেজা মিষ্টি ছোঁয়া সূর্য কিরণ, মন আমার মাতে।
কাস্তে হাতে ধান কাটতে ব্যস্ত সব চাষীর দল,
নিকোন উঠানে আল্পনা দেয় রক্তিম ভোরের আচঁল।
লক্ষ্মীর ঝাঁপিখানি সোনার ধানে ভরবে মাতবে দেশ,
নবান্ন উৎসব খুশির আমেজ মাখবে সবাই বেশ।
No comments:
Post a Comment