বৈশাখী হাওয়া
রুনা দত্ত
পাতাঝরা মরশুমে আমরা আবার
বৈশাখী হাওয়া হবো
বিবর্ণ হলুদ মুছে দিয়ে
আবার নতুন করে সবুজ হবো ।
পলাশ আবির মহুয়ার ঘ্রাণে
টগর বকুল বেলির সুবাস ছুঁয়ে যাবো
আবার হয়তো আঠারো একুশে ফিরে যাবো
নতুন করে প্রেমে পড়বো ।
জীবনের সব অঙ্ক এলেমেলো করে দিয়ে
আবার বোহেমিয়ান হবো
আকাশ বাতাস নদী পাহাড় ঝর্ণা ছুঁয়ে
আবার আমরা প্রেমিক- প্রেমিকা হবো ।
দিন আসবে দিন যাবে
সন্ধ্যার পর রাত নামবে
তাও ফুরিয়ে যাওয়ার আগে
আমরা আবার বৈশাখী হাওয়া হবো ।
No comments:
Post a Comment