Thursday, December 19, 2019


















এখানে এসো না!
                  
মৌসুমী চৌধুরী 


নয়নাভিরাম শালুক বিলটির ধারে
তুমি এসে মুখোমুখি দাঁড়ও। 
আগুন রাঙা পলাশে প্রকৃতি মাতাল হলে
তুমি এসে চিবুকে রাখ হাত।
ডাহুক-ডাকা-দুপুরে তোমার চোখে
নামতে দেখি হৈমন্তী-রোদ।

সকালের শুভেচ্ছা বার্তায়
তোমার জন্য কুড়িয়ে রাখি
ফুলেল ডাল, পাতা বাহার, বহতা নদী,
কখনও ডুবন্ত সূর্য, সবুজ ধান খেত, কাশ ঝাড়,
গ্রিল-বেয়ে-ওঠা অপরাজিতা আরও কত্ত কি..

তবু, প্রেমের কবিতা লেখা হয় না 
কলম খুঁড়লে বেরিয়ে আসছে 
আগুন আর পোড়া মংসের গন্ধ!

এখানে বাতাসে বারুদখানা

এখানে তুমি এসো না, প্রিয়!

No comments:

Post a Comment