Sunday, December 15, 2019















প্রহসন 

সোমা ঘোষ 

চারিদিকে আজ নিকষ কালো আঁধার, কণ্যাভ্রণেরা শুধু করে  হাহাকার,
জন্ম নিতে ভয় পাই আজ মাগো, যদি  হয়ে যাই ধর্ষকের শিকার।
ওরা যে বয়স দেখে না মা, হোক সাতমাস কিংবা সত্তরের মুখ,
ওরা শুধু খোঁজে নারী, ওদের কেবল বীর্যপাতেই সুখ।
নিজ হাতে তুমি হত্যা কর আমায়, দিও না জনম এ ঘোর অন্ধকারে,
চারিদিকে শুধু শ্বাপদের আনাগোনা, কেবল নারীর গন্ধ খুঁজে ফেরে।
জানি আমি ধর্ষিতা হবো বারবার , তবু অপরাধী আমাকেই বলা হবে,
শালীনতা শুধু বজায় রাখব আমি, ওরা কেবল ধর্ষনেই মেতে রবে।
ধর্ষিতা মুখ লুকোয় ঘরের কোণে, ধর্ষক ঘোরে ফুলিয়ে বুকের পাটা,
বিচারের নামে প্রহসন হয় রোজ, যদি ধর্ষক সমাজের কেউকেটা ।
মোমবাতি নিয়ে দুদিন মিছিল হবে, তারপর আমি আবার হারিয়ে যাবো,
হয়ত কোনো ঝোপেঝাড়ে , জঙ্গলে, অগ্নিদগ্ধ লাশ হয়ে পড়ে রব।
মাগো! তোমরা প্রতিবাদে ওঠো জ্বলে, চিৎকার করে বলো গলা ছেড়ে,
কন্যাভ্রুণকে দেবো না জনম আর, ধর্ষক যেথা নির্ভয়ে ঘোরে ফেরে।
জীবনের আলো দেখতে চাই না মাগো, বিদায় দাও  জন্ম নেবার আগে,
তোমার সাথে আবার হবে দেখা, প্রহসন ভুলে যদি এ সমাজ জাগে।।


No comments:

Post a Comment