Friday, December 6, 2019

















বর্ষশেষে 

সুব্রত নন্দী 

মা-ঠাকুরমার পুরাতনী বাক্সটা খুলে সেই অনুভবে ঋদ্ধ হতে ভালো লাগে এখনও।
বর্ষশেষে একটি বছর ছেড়ে একটি যুগকে ফিরে দেখার অভিলাষ।
বিগত বারো মাসে তেরো পার্বণের
কালো ইতিহাস!
ছোট হয়ে আসছে দিনকাল, দীর্ঘশ্বাসের মাঝে ফিরে দেখা -
মিথ্যা প্রতিশ্রুতির আহ্বানে ছলাকলা,
সময়ের সাথে জড়িত এক রাশ হতাশা,
অবশেষে লাশকাটা ঘরে প্রতীক্ষারত,
বর্ষশেষে বৃথাই উন্মাদনা,
নৈরাশ্যের অন্ধকারে নিমজ্জিত আগামী পথ।
আরেকটি ক্ষয়িষ্ণু নববর্ষে র সম্মুখে দাঁড়িয়ে আমি ।
মেয়াদোত্তীর্ণ ওষুধ রঙিন আবরণে সম্প্রদান ক'রে কী লাভ?
সময়ের সাথে সমানুপাতিক মেলবন্ধন ঘটাতে অক্ষম সীমান্তের মাস।

No comments:

Post a Comment