আমার আমি
লুবনা আখতার বানু
আমার আমিকে হারিয়ে যেতে
দেই নি আজও-
যুদ্ধ করেই বাঁচিয়ে রেখেছি
তাকে।
আমি আমার মতোই-
মুখোশ পরতে আজও
শিখিনি,
হয়তো মুখোশ পরতে চাই না
তাই!
আজও ভালোবাসি একলা
বয়ে চলা কল্লোলিনীর
পাশে,
একা বসে বসে মনের মতো
কবিতা বুনতে-
আজও ভালোবাসি লেডিবার্ড
সাইকেলে,
উঁচু থেকে নীচু রাস্তায় নামতে-
আজও ভালোবাসি সবুজ
প্রকৃতির মাঝে,
একা বসে বসে নতুন স্বপ্ন
বুনতে-
আজও ভালোবাসি ভোরের
শিশির মাখতে।
আজও ভালোবাসি অন্ধিকার
অন্ধকে,
ছাদে বসে বসে নরম গান
শুনতে-
আজও ভালোবাসি
দিনাবসানে পার্কে,
কচিকাঁচাদের সঙ্গে খেলতে।
No comments:
Post a Comment