Friday, December 6, 2019



















কৃষক মুখে হাসি

   মজনু মিয়া


হাসছে কৃষক হাসছে খেতের ধান
গুনগুনিয়ে গান গেয়ে যায় মুখে দিয়ে পান,
হেলে দোলে বাতাস ছড়ায় ঘ্রাণ 
সেই খুশিতে গলা ছেড়ে গাইছে কৃষক গান।

ভরছে গোলা ধানে ধানে আজ
দিনে রাতে তাই তো চলছে হরেক রকম কাজ,
কোলের শিশু পাশেই করছে নাচ
খুশির যেন বাঁধ ভেঙ্গেছে আছে মায়ে কাছ।

সারি সারি ঐ তো কাজের লোক
বইছে বোজা মাথে কাঁধে ঘামের বহে শোক! 
ঝাঁড়ছে আঁটি পরিপাটি স্লোক
ভরা ভরা চারিদিকে বুকের ভেতর সুখ।

No comments:

Post a Comment