বর্ষশেষে
প্রিয়াঙ্কা ভুঁইয়া
চৈতি মেঘের কবিতাবেলায় অন্ত্যমিলে মেলে সময়,
সমাপ্তিতে ম্লান হয়ে আসে সাদা-কালো যোগাযোগ;
আলো-ছায়ার সন্ধিক্ষণে বৃন্তচ্যুত হলুদ ঝরা পাতা,
উত্তরের হিমেল হাওয়ারা উড়িয়ে নিয়ে যায় তাকে;
জয়-পরাজয়, চাওয়া-পাওয়া আর ঘাত-প্রতিঘাতে
বছর শেষের ক্ষীণ শিখার দীপ্তিতে স্মৃতির গল্প বুনি;
শূন্যতার পরিবেদনা জুড়েই বহুমাত্রিক অসম্পূর্ণতা,
আর ফেরা হয় না আলেয়াদের অন্তহীন অভিকর্ষে।
বর্ষশেষের সঙ্গে বর্ষারম্ভের কিন্তু নেই কোনও ছেদ,
প্রকৃতি চলছে আপন ছন্দে, অস্তাচল আপেক্ষিক;
যতদিন এ জীবন আছে, বর্ষের শেষ নেই সেখানে,
যাওয়া-আসার মধ্যিখানের সময়টাও নয় বিচ্ছিন্ন;
জগৎ সংসারের সৃষ্টি-স্থিতি-প্রলয় অপরিবর্তনীয়,
সীমানা না টেনে সেরা মুহূর্তগুলো থাকুক অন্তরে;
গোধূলি এবং ঊষা - দু'জনেই ছড়িয়ে দেয় আবির,
রঙিন হওয়া কিংবা রাঙিয়ে দেওয়া একান্ত নিজস্ব।।
No comments:
Post a Comment