ভাবনা
বাবা
দেবযানী ভট্টাচার্য
শিকড়টি প্রাচীন, উঠোন জুড়ে দাঁড়িয়ে থাকে বৃক্ষ নামক আশ্রয়টি, নিশ্চিন্তে যাপনের উদ্দেশ্যে পক্ষীমাতা ও শাবকদের জন্য বানিয়েছেন নীড়।
ভিতর ঘর জুড়ে সঞ্চিত আছে ঝড়ের দাপট ও পীড়ন, অথচ শীতল ও মধুময় ছায়ার আচ্ছাদনে ঢেকে রেখেছে নীড়টি।
বৃক্ষটি প্রাচীন হতে হতে দেহ থেকে খসে পড়ে পুরোনো ছাল - বাকল, দু একটি পক্ষী শাবক ডানার ভরসায় উড়ে যায় বহুদূর ---
স্মৃতির ভগ্নাংশ বুকে করে তবু তাদের ফেরার পথ জুড়ে উপশমের আচ্ছাদনটি মেলে রাখেন। বৃক্ষটি প্রাচীন হতে হতে একদিন পরিণত হয় একমুঠো ছাইয়ে।
এই বৃক্ষ নামক আশ্রয়টির নাম ' বাবা '
No comments:
Post a Comment