Friday, May 2, 2025



আঁধার পেরিয়ে বর্ষ বরণ
কনক চক্রবর্তী 

দুরভিসন্ধির নাগপাশে আবদ্ধ দমবন্ধ পরিবেশ
বাকসর্বস্ব চাতুরির মায়াজালে আচ্ছন্ন নবপ্রকাশ 
স্নেহসিঞ্চনে দুর্নীতির মহীরুহ আকাশ ছোঁয়া ।
নররূপী পোষ্যেরা আজ উদ্দাম লাগামছাড়া।
মৌন পৃথিবী - গুরু গম্ভীর,ম্লান,বিষন্ন !
কে সাজাবে বরণডালা ?
কি করে হবে বর্ষবরণ!
কলঙ্ক কালিমালিপ্ত বিগত নিশার তাণ্ডবে
দলিত মথিত যে ফুলের দল
সে ফুলমালায় হয় কি বরণ সফল!
যে ফুল অকালেই ঝরে গেল 
যে আশারা দুর্নীতির বেড়াজালে -
বেঁচে থাকার স্বপ্ন হারালো 
পারবে কি করতে স্বপ্ন পূরণ?
সফল হবে কি আর একটা বর্ষবরণ ?
তবু তুমি এসো -হে নববর্ষ 
চতুর্দিকে বাজুক তোমার জয়ডঙ্কা 
বিষাণে লাগুক প্রতিবাদী সুর 
কেঁপে উঠুক ধরার যতো অসুরের দল।
ধারা বর্ষণের প্লাবনে ভাসিয়ে নিয়ে যাও 
 মিথ্যা প্রতিশ্রুতি,অন্যায় অত্যাচারের আবর্জনা
প্লাবন বিধৌত নব মৃত্তিকায় 
অন্ততঃ একটি নাম না জানা 
সাদা ফুল প্রস্ফুটিত হোক 
অশ্রুজলে যার হবে না বিসর্জন
থাকবেনা কান্নার বেগ, রক্তের লাল দাগ,
দুঃস্বপ্নের বিভীষিকা !
নতুন করে সাজবে তোমার বরণডালা
থাকবে সততার শ্বেত শুভ্র শঙ্খ 
প্রতিজ্ঞার উজ্জ্বল মঙ্গলদীপ
করবী চাঁপার সৌরভে নব পটভূমি ।
বিপ্লবের দীক্ষায় করবে তোমায় বরণ !

 

No comments:

Post a Comment