নতুনের ডাক
প্রিয়াঙ্কা চক্রবর্তী
নতুন সূর্য আলো দাও,
দিগন্তরেখায় নতুন ছন্দ;
বেঁচে থাকার নতুন আশা,
নবারুণের আলোকে;
পুরোনো জীর্ণ দীর্ণ ঝরাপাতা
সময় থেমে নেই-
কোনো আতিশয্য বিনা,
অগ্রগতির চাকাকে সচল করে,
চলো সবাই,
নতুনের ডাকে ।।
No comments:
Post a Comment