ক্যামপাসের কথা
চিত্রাপাল
তুমি যেন চলে যেও না, ক্ষণিক প্রাপ্তির আনন্দ পাওয়া
শিশুর মতো, যে কিছু একটা নতুন পেলেই ছুঁড়ে ফেলে দেয় পুর্বপ্রাপ্তি।
তুমি চলে যেও না কাটা ঘুড়ির ভেসে যাওয়ার মতো
হাওয়ায় হাওয়ায় উড়ে গিয়ে চলে যাবে সীমানা ছাড়িয়ে পাখীর মতো
তুমি চলে যেও না সাগরের ঢেউয়ের মতো, যে শুধু অস্তিত্বহীন হয়ে
মিশে যায় বালুকাবেলায়। তোমার বর্ষা ভেজা মুখ বসন্তাগমনের সৌরভ
গ্রীষ্মের তপ্ত হাওয়া তিস্তা বূড়ির গান সব আছে আমার স্বর্ণসিন্দুকে
যা মিশে আছে আমার অস্তিত্বের সঙ্গে আজও এই গোধূলিবেলায়
রেখে দিয়ে এক মায়াবী আবেশ।
No comments:
Post a Comment