Friday, May 2, 2025



 স্বর্গ থেকে নরকে----- 

গৌতমেন্দু নন্দী


উপত্যকার সবুজ জুড়ে বন পাহাড়ের দেশে 

    আকাশ থেকে স্বর্গ নেমে সমতলে মেশে।
  
    ফার,পাইনের মাথা ছুঁয়ে তুষার মুকুট প'রে
    পিরপঞ্জাল পাহাড় শ্রেণী স্বর্গ যেন গড়ে।
 
     মাটির বুকে তৃণভূমির সবুজ গালিচায় 
    শুয়ে বসে ওঁরা যেন স্বর্গকেই আজ পায়।

     পাইন ঘেরা সবুজ ভূমি উপত্যকার বৃত্ত 
     রৌদ্রস্নাত হয়ে সে এক স্বর্গরূপের চিত্র ।

   জিঘাংসা-লাল রক্ত চোখ কাপড় ঢাকা মুখে
   হঠাৎ তারা আনলো আঁধার উপত্যকার বুকে।

      ধর্মের বিভাজন আর বিদ্বেষ হাতিয়ারে
   হানলো তারা আঘাত আজ ভূ স্বর্গের দ্বারে।

       মানুষ নয়, রক্তাক্ত হোল মানবতা
  মৌলবাদের হুংকারে নামল নীরবতা।

No comments:

Post a Comment